অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতে গরুর গুঁতায় গুরুতর আহত হয়ে বিজেপির এক লোক সভা সদস্য আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণে কেন্দ্র) ভর্তি হয়েছেন। তার নাম লিলাধর। তিনি মাথায় আঘাত পেয়েছেন ও পাঁজরের হার ভেঙে গেছে।
শনিবার এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ৮৩ বছরের লিলাধর গুজরাটের গান্ধীনগরে নিজ বাসভবনের বাইরে হাঁটতে বেরিয়েছিলেন। ওই সময় হঠাৎ করেই একটি গরু তার দিকে তেড়ে আসে এবং তাকে প্রচণ্ড জোরে গুঁতা মারে।
এতে তিনি মাথায় আঘাত পান এবং তার পাঁজরের একাধিক হাড় ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) আছেন।
লোক সভার সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি গুজরাটে স্থানীয় সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন লিলাধর।
আকাশ নিউজ ডেস্ক 

























