অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
১৯ শতকে নিহত রাশিয়ান সামরিক কর্মকর্তার দেহাবশেষ জাদুঘরে সংরক্ষণ করতে যাচেছ তুরস্ক। কবর থেকে দেহাবশেষ উত্তোলন ও জাদুঘরে নেয়ার জন্য একটি বিশেষজ্ঞ দল দায়িত্বপালন করছেন। খবর আনাদলু এজেন্সির।
গত বছর তুরস্কের উত্তর-পূর্ভ অঞ্চলে রাশিয়ার পোলিশ বংশোদ্ভূত সেনা কর্মকর্তার দেহাবশেষের সন্ধান পায় প্রত্নতাত্ত্বিকরা। দেহাবশেষ পাওয়ার এক বছর তা জাদুঘরে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
তুরস্কের আরদাহান প্রদেশের সংস্কৃতি ও ট্যুরিজম বিভাগের পরিচালক ইফসাল আলান্তার বলেন, একটি বিশেষজ্ঞ দল ওইসব দেহাবশেষ সরানো দায়িত্বপালন করছেন।
গত বছরের এপ্রিল মাসে তুরস্কের ওই এলাকায় ভবন নির্মাণের সময় প্রথমে মানুষের একটি কংকাল পাওয়া যায়। পরে সেটি পরীক্ষা করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয় যে, সেটি ১৯ শতকে নিহত রাশিয়ান লেফটেন্যান্ট কর্নেল কার্ল কার্লোভিজের।
উল্লেখ্য, ১৮৭৭ সালে লেফটেন্যান্ট কর্নেল কার্ল কার্লোভিজের নেতৃত্বে ওই এলাকায় সেনাবহর পাঠায় রাশিয়া। ১৮৯৪ সালে তিনি অসুস্থ হয়ে সেখানেই মৃত্যুবরণ করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















