অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার নির্বাচনের চেয়েও অনেক ভালো হয়েছে বলে মন্তব্য করেন।
জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, আপনারা দয়া করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাবেন না। এটা কোন স্বাধীন সার্বভৌম দেশের জন্য কল্যাণকর এবং গ্রহণযোগ্য নয়।
বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশে তিনি বলেন, কোনো পরামর্শ থাকলে তা সরকারের সঙ্গে যখন বৈঠক হয় সেখানে আলোচনা করতে পারেন। কিন্তু জনসম্মুখে বাংলাদেশের নির্বাচন নিয়ে বক্তব্য রাখা সমীচীন নয়।
আয়োজক সংগঠনের উপদেষ্টা শিহাব রিফাত আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েত ইসলাম স্বপন, প্রচার সম্পাদক আকতার হোসেন, শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 





















