অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের ব্যাচ পরে বিএনপির লোকদের ভোটকেন্দ্রে যাওয়ার নির্দেশনার বিষয়ে অডিও রেকর্ড ফাঁস হওয়ার মধ্যেই মওদুদ আহমদ বলেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এটি তারা প্রমাণ করতে পেরেছেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস সংস্কৃতিসেবীদের এই সংহতি সমাবেশের আয়োজন করে।
গত ১৫ মে খুলনায় আওয়ামী লীগের কাছে ৬৮ হাজার এবং ২৬ জুন গাজীপুরে দুই লাখেরও বেশি ভোটে হেরেছে বিএনপি। তবে দলটির অভিযোগ, ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে তাদেরকে হারানো হয়েছে।
আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন অবশ্য এই অভিযোগ মানছে না। তারা জানিয়েছে, কিছু কেন্দ্রে গোলযোগ হয়েছিল এবং সেগুলোতে ভোট বাতিল করা হয়েছে।
গাজীপুরে ভোটের আগের রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিজানুর রহমানকে গ্রেপ্তারের পর একটি অডিও রেকর্ড ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। আওয়ামী লীগ দাবি করেছে, রেকর্ডটিতে একটি কণ্ঠ মিজানের।
এই রেকর্ড অনুযায়ী ওপরে ওপরে আওয়ামী লীগ কিন্তু ভেতরে ভেতরে বিএনপি-এমন কয়েকজন ছেলে যোগাড় করতে বলেন মিজান। এদের দায়িত্ব ছিল ভোটকেন্দ্রে নাশকতার। এ জন্য ‘প্রশিক্ষণ’ এবং ‘যন্ত্রপাতি’ মিজান দেবেন বলে ওই অডিওতে উল্লেখ ছিল।
আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের দাবি করেছেন, গাজীপুরে ভোট নিয়ে তাদের অপকৌশল প্রমাণ হয়ে গেছে। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, নৌকার ব্যাচ পরে নানা সময় ভোটকেন্দ্রের ভেতরে সিল মেরে ছবি ও ভিডিও করে এভাবে বিএনপির কর্মীরা।
মওদুদ বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না- এটা প্রমাণ করতে হবে। এটা আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি।’
‘সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন যদি খুলনা ও গাজীপুর স্টাইলে হয়, তাহলে দুটো জিনিস; এক: দেশের মানুষের কাছে আমরা প্রমাণ করতে পারলাম দলীয় সরকারের অধীনে কোনোদিন নির্বাচন সুষ্ঠু হয় না। আর দ্বিতীয়টি হলো: আমাদের নতুন করে চিন্তা করতে হবে যে, সাধারণ নির্বাচনে কোনো দলীয় সরকারের অধীনে কোনো অবস্থাতেই আমরা নির্বাচন করব নাকি করব না।’
‘এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। নতুন তিন সিটি করপোরেশন নির্বাচন আমাদের সেই পথ দেখিয়ে দেবে। আজ এ জিনিসটা স্পষ্ট করা দরকার। সেজন্য আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব স্পষ্ট করার যে, ওই তিন সিটি করপোরেশন নির্বাচন শেষ নির্বাচন হবে সাধারণ নির্বাচনের আগে।’
জাতীয় নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে মওদুদ বলেন,‘উত্তর হলো- আমরা বারবার প্রমাণ করতে চাই এবং এটা হবে শেষ পরীক্ষা এই সরকার এবং নির্বাচন কমিশনের জন্য।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এটা একটা তল্পিবাহক, আজ্ঞাবাহক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে সংবিধানে যে অধিকার দেয়া হয়েছে, যে ক্ষমতা দেয়া হয়েছে- সেই ক্ষমতা প্রয়োগ করার মতো শক্তি, ক্ষমতা বা সাহস এ নির্বাচন কমিশনের নেই। যার জন্য এ কমিশন রাখা না রাখা, থাকা না থাকা একই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’
‘আগামী সাধারণ নির্বাচনের আগে এ নির্বাচন কমিশন অবশ্যই পুনর্গঠন করতে হবে। এ নির্বাচন কমিশন দিয়ে কোনো স্বাধীন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভবপর নয়। সেটা তারা প্রমাণ করে দিয়েছে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে।’
বেগম খালেদা জিয়া শিগগির জামিনে মুক্তি পাবেন বলেও আশা করছেন মওদুদ। বলেন, ‘যেদিন তিনি ফিরে আসবেন সেদিন থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সূচিত হবে, গণতন্ত্রের নতুন জোয়ার তৈরি হবে। সেই জোয়ার বন্ধ করার ক্ষমতা এ সরকারের থাকবে না।’
আয়োজক সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি নেতা দীপেন দেয়াওয়ান, কণ্ঠশিল্পী মনির খান, সুলতানা রহমান, শামীমুর রহমান শামীম প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।
আকাশ নিউজ ডেস্ক 





















