অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপারে কড়াকড়ি অবস্থানে রয়েছেন। তিনি চান না কোনো অবৈধ অভিবাসী তার দেশে থাকুক।
কোনো ধরনের বিচার প্রক্রিয়া ছাড়াই অভিবাসীদের বিতাড়িত করার বিষয়ে বারবার বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার এক টুইটবার্তায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, হাজার হাজার বিচারক নিয়োগ, এবং জটিল ও দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া কোনো পন্থা হতে পারে না।
লোকজনকে সীমান্তেই আটকে দিতে হবে এবং বলতে হবে যে মার্কিন ভূখণ্ডে অবৈধভাবে কেউ ঢুকতে পারবে না।
তিনি আরও বলেন, এটা যদি করা হয় অবৈধ অভিবাসন বন্ধ করা যাবে এবং তুলনামূলকভাবে খুবই অল্প খরচে। এটাই একমাত্র সঠিক উত্তর এবং আমরা অবশ্যই দেয়াল তোলার বিষয়ে এগিয়ে।
২০১৬ সালে ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর থেকে সীমান্ত পারাপারের সময় অবৈধ অভিবাসী আটকের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে অভিবাসী পারাপারের সংখ্যা বেড়ে গেছে।
আকাশ নিউজ ডেস্ক 




















