অাকাশ জাতীয় ডেস্ক:
শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মেয়ের জামাই আলমারির তালা ভেঙে নগদ টাকা-পয়সা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার ঈদের দিন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাধবপুর গ্রামে। এই ঘটনায় শাশুড়ি সাকিরুন নেতা বাদী হয়ে সোমবার দুপুরে তার মেয়ের জামাই জহিরুল ইসলাম লিটনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাধবপুর এলাকার সাকিরুন নেছার মেয়ে রনি আক্তারকে বন্দর উপজেলার ফুলর এলায় বসবাসকারী কাদির মণ্ডলের ছেলে জহিরুল ইসলাম লিটনের সঙ্গে বিয়ে দেয়া হয়।
বিয়ের পর থেকেই লিটন তার শ্বশুরবাড়ির লোকজনের কাছে মোটা অংকের যৌতুক দাবি করায় স্ত্রী রনির সঙ্গে দাম্পত্য কলহ লেগেই থাকত। বিগত প্রায় এক মাস আগে যৌতুকের দাবিতে লিটন তার স্ত্রীকে পিটিয়ে আহত করে।
এ নিয়ে লিটনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ উঠেছে, আদালতে দায়ের করা মামলাটি তুলে নেয়ার জন্য লিটন তার শাশুড়ি ও স্ত্রীকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল।
বিষয়টি মীমাংসা করার কথা বলে লিটন তার বাবা কাদির মণ্ডল, বোন সামিনা আক্তার ও সন্ত্রাসী প্রকৃতির বন্ধু কালামকে নিয়ে পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ৬টার দিকে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। শাশুড়ি ছকিরুন নেছা তাদের ঘরের ভেতর বসতে দিয়ে রান্নাঘরে যাওয়ার পরপরই লিটন তার বন্ধু কালাম শ্বশুরবাড়ির স্টিলের আলমারির তালা ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এই ঘটনায় শাশুড়ি সাকিরুন নেছা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম পিপিএম বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 























