অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপিতে রিজভী এবং ফখরুলের মধ্যে ব্যক্তিগত সমস্যা আছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নিজেদের সমস্যা থেকে উত্তরণের জন্যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কে কত বেশি সমালোচনা করতে পারেন সেই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন।
তিনি রিজভী-ফখরুলকে উদ্দেশ করে বলেন, আপনারা অবান্তর কথা বলবেন না। মাদকের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে তা চলতে থাকবে। সোমবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার যে রকম পথ বেছে নিয়েছিল আজকে শেখ হাসিনার বিরুদ্ধেও একই ষড়যন্ত্র করছে বিএনপি। সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যে।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যে কোনও বিচ্ছিন্ন কোনো বক্তব্য নয় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, এটি কোন ব্যক্তিগত বক্তব্য নয়। এটি বিএনপি-জামায়াতের বক্তব্য। তাই এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির কোনো রাজনীতি নেই। বিএনপি আছে শুধু টেলিভিশনের পর্দায়। এখন রাস্তাঘাটে নেই, কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, গ্রামেগঞ্জে, পাড়াল-মহল্লায় নেই, দুস্থ-দুঃখী, গরিব-অসহায়-অসুস্থ মানুষের পাশে নেই। তারা আছে কোথায়? বিএনপি অফিসে সকালে-বিকালে সংবাদ সম্মেলন, আর জাতীয় প্রেসক্লাবে তারা বক্তব্যের মাধ্যমে গণমাধ্যমে তাদের উপস্থিতি আছে। গণমাধ্যম ভাইদের কল্যাণে। কিন্তু মাঠেঘাটে তাদের কোনো অবস্থান নেই।
জোটের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী শিকদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগ নেতা শাহ আলম, হাবিব উল্লাহ রিপন প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 






















