অাকাশ জাতীয় ডেস্ক:
হজের অব্যবস্থাপনা তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরবের সরকারের সঙ্গে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভিসাসংক্রান্ত জটিলতা দূরীকরণে পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন। রিট আবেদনে যারা হজে যেতে পারেননি তাদের বিশেষ বিমানে হজে পাঠানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ দুপুরের পর রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 

























