অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে(ইউএনএসসি) ফিলিস্তিনি বেসামরিক জনগণের জন্য আন্তর্জাতিক সুরক্ষার প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি করেছে উপসাগরীয় দেশ কুয়েত।
এতে কুয়েতের প্রতিনিধি বলেন, কেনো একটি দখলদার বাহিনী নিয়মবহির্ভূত সুবিধা পাবে? ফিলিস্তিনিরা কেনো অব্যাহত নির্যাতন সহ্য করে যাবে। কেনো আন্তর্জাতিক সম্প্রদায় এ নিপীড়নের বিরুদ্ধে কিছু করতে ব্যর্থ হচ্ছে? কেনো সেখানে এত জীবন ক্ষয় ও রক্তপাত ঘটছে?
প্রস্তাবে ফিলিস্তিনি নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরাইলি সেনাবাহিনীর অতিরিক্ত, বৈষম্যমূলক ও নির্বিচার বলপ্রয়োগের অভিযোগ করা হয়েছে। কুয়েত এ বৈষম্যমূলক নিপীড়নের অবসান ঘটিয়ে ফিলিস্তিনের সাধারণ মানুষের সুরক্ষা দাবি করেছে।
এদিকে ইসরাইলের স্পষ্টভাষী সমর্থক জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এক ভাষণে এই প্রস্তাবের সমালোচনা করে এটাকে একপাক্ষিক স্থূল দৃষ্টিভঙ্গি বলে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা এই প্রস্তাবে ভেটো দিয়েছে। পক্ষে ১০টি ভোট পড়েছে, বিরত ছিল চার দেশ।
গত মাস দুয়েক ধরে চলা ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার বিক্ষোভে এ পর্যন্ত ১২৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারে হাজার।
গাজা উপত্যকায় ইসরাইলি হত্যকাণ্ডের সবসময় সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
আকাশ নিউজ ডেস্ক 

























