ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্র পুনরুদ্ধার-খালেদার মুক্তির জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতারা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাও তিনি। প্রতিবছর এ দিনটি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর নানা ঘটনাপ্রবাহে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসেন সে সময়ের সেনাপ্রধান জিয়াউর রহমান। আর ক্ষমতায় থেকে তিনি গঠন করেন বিএনপি।

১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় চট্টগ্রাম সার্কিট হাউজে গুলিতে নিহত হন জিয়াউর রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই।

পরে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ওলামা দলের উদ্যোগে সমাধিস্থলে দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দীন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মির্জা ফখরুলের নেতৃত্বে শেরেবাংলা নগরে টিঅ্যান্ডটি খেলার মাঠে গরীব-দুস্থদের মাঝে ইফতার সামগ্রী, শুকনা খাবার ও কাপড় বিতরণ করা হয়।

তবে পুলিশ সেখানে খাবার বিতরণে বাধা দিয়েছে বলে কেন্দ্রীয় কার্যোলয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ফখরুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ বদলে দিতে গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান ধর্ম উপদেষ্টার

গণতন্ত্র পুনরুদ্ধার-খালেদার মুক্তির জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই: ফখরুল

আপডেট সময় ০২:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতারা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাও তিনি। প্রতিবছর এ দিনটি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর নানা ঘটনাপ্রবাহে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসেন সে সময়ের সেনাপ্রধান জিয়াউর রহমান। আর ক্ষমতায় থেকে তিনি গঠন করেন বিএনপি।

১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় চট্টগ্রাম সার্কিট হাউজে গুলিতে নিহত হন জিয়াউর রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই।

পরে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ওলামা দলের উদ্যোগে সমাধিস্থলে দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দীন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মির্জা ফখরুলের নেতৃত্বে শেরেবাংলা নগরে টিঅ্যান্ডটি খেলার মাঠে গরীব-দুস্থদের মাঝে ইফতার সামগ্রী, শুকনা খাবার ও কাপড় বিতরণ করা হয়।

তবে পুলিশ সেখানে খাবার বিতরণে বাধা দিয়েছে বলে কেন্দ্রীয় কার্যোলয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ফখরুল।