অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণকে ভারতের জাতীয় উপনিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার ভারতের মন্ত্রিসভার নিয়াগ সংক্রান্ত কমিটি (এসিসি) এই পদে দুই বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করে।
বর্তমানে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পঙ্কজ শরণ ১৯৮২ সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন। ২০১২ সালের মার্চ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন। গত বছর তাকে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























