আকাশ বিনোদন ডেস্ক:
বলিউডি নায়ক অর্জুন রামপাল ও তার স্ত্রী সংসার করেছেন টানা ২০ বছর। এতোদিনের সংসার তবুও টেকানো গেল না। অবশেষে বিয়ে বিচ্ছেদের দিকেই হাঁটলেন তারা।
সম্প্রতি একটি যৌথ বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিচ্ছেদের কথা গণমাধ্যমকে জানিয়েছেন এই জুটি। ২০ বছরের বিবাহিত জীবনে মাহিকা (১৬) ও মাইরা (১৩) নামের দুটি কন্যাসন্তান আছে তাদের। সন্তানদের কথা চিন্তা করেই বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন বলেই জানিয়েছেন তারা।
১৯৯৮ সালে বিয়ে করেছিলেন অর্জুন রামপাল ও মেহের জেসিয়া জুটি। ভালোই চলছিলো তাদের সংসার, কিন্তু কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো হৃত্বিক রোশনের সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গে প্রেমে জড়িয়েছেন অর্জুন। সেই থেকেই ভাঙন শুরু হয় এই দম্পতির সংসারে, এবার যা রূপ নিলো ডিভোর্সে।
আকাশ নিউজ ডেস্ক 























