অাকাশ জাতীয় ডেস্ক:
বর্তমানে ভারতে অবস্থান করলেও স্বদেশভূমি বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময়ে নিজের অনুভূতির কথা জানান তসলিমা নাসরিন। ‘উদ্ভট উটের পিঠে চলেছে আমার স্বদেশ।’ রোববার দুপুরে তসলিমা নাসরিন এমনই একটি স্ট্যাটাস দিয়েছেন নিজের ফেসবুক পেজে।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন- ষাট দশকের শেষের দিকটা দেখেছি। সত্তর আর আশির দশকের বাংলাদেশে বড় হয়েছি। সেক্যুলার পরিবেশ পেয়েছি। এখনকার হিজাব বোরকা, টুপি, দাড়ি কালো দাগওয়ালা কপাল মসজিদ মাদ্রাসার যুগ আর আমাদের আগের সেই যুগে আকাশ পাতাল পার্থক্য।
তিনি আরও লেখেন, পাকিস্তানি শাসকের বিরুদ্ধে বাঙালির গণআন্দোলন দেখেছি, একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেছি, একটি সেক্যুলার রাষ্ট্রের গড়ে ওঠা দেখেছি। যদিও রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল, ক্যু ছিল, দুর্ভিক্ষ ছিল, তবু বাংলাদেশের স্বর্ণযুগ ছিল তখনই।
তসলিমা নাসরিন লিখেছেন, এখন দেশ আর দেশ নেই। বর্বর আরবদের বর্বর সংস্কৃতি আমদানি করে বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে দেয়া হয়েছে। উদ্ভট উটের পিঠে চলেছে আমার স্বদেশ!
আকাশ নিউজ ডেস্ক 

























