অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রথম নারী প্রধান হিসেবে জিনা হাসপেলের নাম নিশ্চিত করেছে মার্কিন সিনেট। বৃহস্পতিবার মার্কিন সিনেটে ৫৪-৪৫ ভোটে সিআইএ প্রধান হন জিনা। গত মার্চ মাসে এই পদের জন্য জিনার নাম ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হাসপেলের মনোনয়নের বিরোধিতা করেন তিন রিপাবলিক সিনেটর। তাদের একজন ম্যাককেইন ব্রেইন ক্যান্সারের কারণে অসুস্থ হওয়ায় ভোট দিতে পারেননি। তবে ছয় ডেমোক্রেট সিনেটরের ভোট পেয়ে ভালোভাবেই বাধা টপকে যান জিনা। খবর সিএনএনের।
ভার্জিনিয়ার ডেমোক্রেট সিনেটর মার্ক ওয়ার্নার ভোটের আগে বলেন, ‘জিনা হাসপেল সিআইএ’র পরিচালক হওয়ার জন্য মনোনীত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে যোগ্য। আমি মনে করি সিআইএ হাসপেলের কাছে নিরাপদ থাকবে। এবং আমি তাকেই সমর্থন করব।’
সম্প্রতি সিআইএ’র সাবেক প্রধান মাইক পম্পেওকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই সিআইএ প্রধানের পদ খালি ছিল। গত ১৩ মার্চ সেই পদে জিনা হাসপেলের নাম ঘোষণা করেন ট্রাম্প, যিনি একই সংস্থায় উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
তাকে নিয়োগ দেওয়ার পর এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, ‘জিনা হাসপেল সংস্থাটির প্রথম নারী পরিচালক হবেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা।’
ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধীতা করেন অনেক মার্কিন সিনেটর। সিআইয়ের মতো সংস্থার প্রধান হিসেবে নারী হিসাবে ঠিকমত দায়িত্ব পালন করতে পারবেন কি না- তাদের এমন আশঙ্কার মুখে আবেদনপত্র প্রত্যাহার করতে চেয়েছিলেন হাসপেল। কিন্তু শেষ পর্যন্ত হাসপেলই দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক হিসেবে দায়িত্ব পান।
আকাশ নিউজ ডেস্ক 























