অাকাশ জাতীয় ডেস্ক:
খুলনা সিটি করপোরেশন পরিচালনায় বিজয়ী মেয়র তালুকদার আবদুল খালেককে সহযোগিতা করার মতো কোনো মানসিকতা নেই বলে জানিয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
ভোটের পর দিন বুধবার করা সংবাদ সম্মেলনে এক প্রশ্নে এ কথা বলেন মঞ্জু। ২৮৯টি কেন্দ্রের মধ্যে ১০৫টি কেন্দ্রে কারচুপির অভিযোগ এনে নতুন করে ভোট নেয়ার দাবিতে এই সংবাদ সম্মেলন করেন মঞ্জু।
আগের দিনের ভোটে প্রায় ৬৮ হাজার ভোটে হেরেছেন মঞ্জু। তবে তার দাবি, কারচুপি করে জিতেছেন খালেক।
মঙ্গলবার রাতে ভোটের ফল প্রকাশ হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নে খালেক বলেন, মহানগর পরিচালনায় তিনি মঞ্জুর সহযোগিতা নিতে চান। মঞ্জুও তার সঙ্গে নানা নাগরিক আন্দোলন করেছিলেন জানিয়ে এই কথা বলেন তিনি।
খালেককে সহযোগিতা করতে আগ্রহ আছে কি না, জানতে চাইলে মঞ্জু ‘না’ সূচক বক্তব্য দেন। বলেন, ‘তিনি (খালেক) ডাকাতির নির্বাচনের প্রধান ডাকাত। তাদের পাশে থেকে সহায়তা করার কোনো মানসিকতা নেই।’
‘যে শহরের মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেনি, তিনি কীভাবে ওই ভোটারদের সামনে যাবেন। তিনি কীভাবে তাদের সামনে মুখ দেখাবেন?’
খালেক অবশ্য দাবি করেছেন, ভোটের ফল মেনে নিতে না পারা বিএনপির অভ্যাস। অল্প কিছু কেন্দ্রে গোলযোগ হয়েছে স্বীকার করে তিনি আগের দিনই বলেছিলেন, এটা না হলে ভালো হতো। তবে স্থানীয় নির্বাচনে নানা কারণে কিছু গোলযোগ হয়েই থাকে।
ভোটের ফল প্রকাশের মঙ্গলবার রাতে মঞ্জুর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করে খালেক নগর পরিচালনায় তার সহযোগিতা নেয়ার আগ্রহের কথা বলেন। তিনি তখন বলেন, ‘খুলনা উন্নয়নে তার (নজরুল ইসলাম) যেটা যেটা সাহায্য সহযোগিতা দরকার সেটা আমি নেব। যেটা নিয়ে তার সঙ্গে আমার আলোচনা করার প্রয়োজন হবে অবশ্যই আমি তাকে নিয়েই আলোচনা করব।’
‘আমি যখন খুলনার মেয়র ছিলাম। তখন তিনি এমপি ছিলেন। সে আমার ছোট ভাইয়ের মতো। আমরা যখন খুলনা শহরে বিভিন্ন আন্দোলনে মাঠে ছিলাম, সেও সেই আন্দোলনে সংগ্রামে ছিল। মাঠ পর্যায়ের একজন নেতা। এটা আমি অস্বীকার করি না। কাজেই নির্বাচনে একজন হারবে, একজন জিতবে। অতএব এই সমস্ত কিছু মেনে নিয়েই আমাদের চলতে হবে।’
‘খুলনা শহর আমাদের। আমরা সবাই বসবাস করি। এই শহরটা যদি ভালো থাকে আমরা ভালো থাকব। আমি চেষ্টা করব যেসমস্ত অঙ্গীকার করেছি সেগুলো বাস্তবায়ন করার।’
আকাশ নিউজ ডেস্ক 



















