ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ বছ‌রের গুম-খুন-কান্না, রিমান্ড অত‌্যাচার সহ্য ক‌রে‌ছি: পার্থ একটি দল টাকা দিয়ে ভোট কিনছে : সেলিমা রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: আবু সাঈদের বাবা ‘ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন’:মির্জা আব্বাস সরকারি কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারবেন না: ইসি সানাউল্লাহ গরিবের টিন-কম্বল কেউ আত্মসাৎ করতে পারবে না : মুফতি ফয়জুল করিম রাজধানীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে চারটি ইউনিট কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন আমরা অনেক অপরচুনিটি মিস করেছি: নাহিদ হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু

ইসির কথায় আমরা সন্তুষ্ট হতে পারছি না: নজরুল

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ব্যাপারে নির্বাচন কমিশনকে আবারও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

রোববার বিকালে ইসির সঙ্গে এক বৈঠকে বিএনপির নেতারা এমন আহ্বান জানান। ইসিও যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে বিএনপিকে আশ্বাস দিয়েছে।

বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ইসিতে যায়। অন্য দুজন হলেন, দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অপর চার কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান দৈনিক আকাশকে বলেন, আমরা আমাদের দাবিগুলো তাদের অবহিত করেছি। পুরো ইসির সঙ্গে বৈঠক হয়েছে। তারা সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। তাদের কথায় অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। কিন্ত তাদের কাজে আমরা এখনও সন্তুষ্ট হতে পারছি না।

জানা গেছে, বৈঠকে বিএনপির পক্ষ থেকে খুলনায় গ্রেফতার হওয়া নেতাকর্মীদের একটি তালিকা ইসির কাছে হস্তান্তর করা হয়।

এ সময় নজরুল ইসলাম খান বৈঠকে বলেন, ১০ মে আপনাদের সঙ্গে দেখা করে সার্বিক বিষয়ে আমরা অবহিত করেছি। আপনারা আশ্বাস দিয়েছিলেন খুলনায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। কিন্ত আপনাদের আশ্বাস বাস্তবে দেখছি না। প্রতিদিনই খুলনায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কেন্দ্রে গেলে মামলায় জড়ানো হবে বলে হুশিয়ারি দেয়া হচ্ছে। রোববারও খাবার টেবিল থেকে রনি নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীতে বিএনপির দুটি অফিস ভাঙচুর করেছে। তারপরও আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এমন বাড়াবাড়ি করা সত্ত্বেও আপনারা কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না।

জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, খুলনাতে আমিসহ আমাদের সব কমিশনার গিয়েছেন। সবার সঙ্গে কথা বলেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় নজরুল ইসলাম বলেন, আপনারা সেখানে যাওয়ার পরও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। পুলিশ প্রশাসন আপনাদের কোনো কথাই শুনছে না।

সবশেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, খুলনায় সুষ্ঠু নির্বাচনে আমরা কার্যকর উদ্যোগ নিতে বদ্ধপরিকর। সেখানে সুষ্ঠু নির্বাচন হবে এমনটা আপনাদের আশ্বাস দিচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসির কথায় আমরা সন্তুষ্ট হতে পারছি না: নজরুল

আপডেট সময় ১১:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ব্যাপারে নির্বাচন কমিশনকে আবারও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

রোববার বিকালে ইসির সঙ্গে এক বৈঠকে বিএনপির নেতারা এমন আহ্বান জানান। ইসিও যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে বিএনপিকে আশ্বাস দিয়েছে।

বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ইসিতে যায়। অন্য দুজন হলেন, দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অপর চার কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান দৈনিক আকাশকে বলেন, আমরা আমাদের দাবিগুলো তাদের অবহিত করেছি। পুরো ইসির সঙ্গে বৈঠক হয়েছে। তারা সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। তাদের কথায় অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। কিন্ত তাদের কাজে আমরা এখনও সন্তুষ্ট হতে পারছি না।

জানা গেছে, বৈঠকে বিএনপির পক্ষ থেকে খুলনায় গ্রেফতার হওয়া নেতাকর্মীদের একটি তালিকা ইসির কাছে হস্তান্তর করা হয়।

এ সময় নজরুল ইসলাম খান বৈঠকে বলেন, ১০ মে আপনাদের সঙ্গে দেখা করে সার্বিক বিষয়ে আমরা অবহিত করেছি। আপনারা আশ্বাস দিয়েছিলেন খুলনায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। কিন্ত আপনাদের আশ্বাস বাস্তবে দেখছি না। প্রতিদিনই খুলনায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কেন্দ্রে গেলে মামলায় জড়ানো হবে বলে হুশিয়ারি দেয়া হচ্ছে। রোববারও খাবার টেবিল থেকে রনি নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীতে বিএনপির দুটি অফিস ভাঙচুর করেছে। তারপরও আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এমন বাড়াবাড়ি করা সত্ত্বেও আপনারা কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না।

জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, খুলনাতে আমিসহ আমাদের সব কমিশনার গিয়েছেন। সবার সঙ্গে কথা বলেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় নজরুল ইসলাম বলেন, আপনারা সেখানে যাওয়ার পরও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। পুলিশ প্রশাসন আপনাদের কোনো কথাই শুনছে না।

সবশেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, খুলনায় সুষ্ঠু নির্বাচনে আমরা কার্যকর উদ্যোগ নিতে বদ্ধপরিকর। সেখানে সুষ্ঠু নির্বাচন হবে এমনটা আপনাদের আশ্বাস দিচ্ছি।