অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধানের আলোকেই আগামী সংসদ নির্বাচন হবে। বিএনপি নির্বাচনে এলে খেলা হবে নির্বাচনী মাঠে, না এলে জনগণই তাদের লাল কার্ড দেখাবে।
রোববার বিকালে ফেনীর সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যারা জ্বালাও-পোড়াও করে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল, বর্তমান আওয়ামী লীগ সরকারে উন্নয়নমূলক কাজ দেখে এখন তাদের মাথা ঘুরে গেছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, সময় এসেছে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে নিজেদের ভুলগুলো স্বীকার করে উন্নয়ন তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাওয়ার। দেশের উন্নয়নে জনগণ আবার বিপুল ভোটে নৌকা প্রতীককে জয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফেনীর বিষয়ে মন্ত্রী বলেন, একসময় এ জেলার বদনাম ছিল, এখন আর নেই। এখন দেশব্যাপী এ জেলার সুনাম মুগ্ধ হওয়ার মতো।
জেলার স্বাস্থ্য খাতের ব্যাপারে তিনি বলেন, শিগগিরই জেলার স্বাস্থ্য খাতের সব সমস্যার সমাধান করা হবে। যেসব হাসপাতালে চিকিৎসকের স্বল্পতা রয়েছে, তা পূরণ করা হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ফেনী-১ আসনের এমপি শিরিন আখতার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলীম,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 




















