অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ছাড়াও ইউকে, কানাডা, ফ্রান্স, জাপান, ভারত, অস্ট্রেলিয়া, ইউএনডিপি, রাশিয়া, নরওয়ে, স্পেন, পাকিস্তানের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন বলে জানা গেছে।
রবিবার বিকালে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের নিয়ে বৈঠক শেষে অবশ্য বিএনপির কোনো নেতা কথা বলেননি।
বিএনপির পক্ষে বৈঠকে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তাবিথ আউয়াল, জেবা খান প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন না হওয়া, সুচিকিৎসা, সিটি করপোরেশন নির্বাচনসহ সার্বিক বিষয় নিয়ে বর্তমান অবস্থা কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















