অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মালয়েশিয়ার নতুন অর্থমন্ত্রী লিম গুয়ান এংকে দুই-দুবার কারাগারে পাঠিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী ড. তুন মাহাথির মোহাম্মদ। শনিবার অর্থসহ মন্ত্রিপরিষদের তিন সদস্যকে নিয়োগ দিয়েছেন তিনি। গত ৪৪ বছরের মধ্যে এই প্রথম কোনো নৃতাত্ত্বিক চীনা সংখালঘুকে অর্থমন্ত্রী করা হয়েছে।
৫৮ বছর বয়সী ব্যাংকার ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লিম পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবেই বেশি পরিচিত।-খবর রয়টার্সের। পেনাং হচ্ছে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ ধনী রাজ্য, শিল্পবন্দর ও দ্বীপের কারণেও পর্যটকদের কাছে জনপ্রিয়।
অর্থমন্ত্রী হিসেবে লিমকে পণ্য ও সেবাকর বাতিল করতে সরকারি পরিকল্পনার দেখভাল করতে হবে। আগামী ১০০ দিনের মধ্যেই তাকে এ কাজটি করতে হবে। কর বাতিলের কারণে যে রাজস্ব ঘাটতি পড়বে, সেটিও তাকে তত্ত্বাবধান করতে হবে।
সিঙ্গাপুরভিত্তিক ব্যবসা পরামর্শক প্রতিষ্ঠান এইচজে অ্যাডভাইজরির প্রধান হাসান জাফরি বলেন, মালয়েশিয়ার নতুন অর্থমন্ত্রীকে ঘরোয়া বিষয়ে বেশি নজর দিতে হবে। রাজস্ব ব্যবস্থায় শৃঙ্খলা আনতে তাকে নির্বাচনী প্রচারে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন ও অদক্ষতা দূর করতে হবে।
এর আগে মাহাথির মোহাম্মদের ২২ বছরের শাসনামলে তিক্ত শত্রু হিসেবে ভাবা হতো লিমকে। ১৯৮৭ সালের রাজনৈতিক ধরপাকড়ের সময় তাকে কারাগারে ঢোকানো হয়েছিল। মাহাথির তখন বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতেই তাকে আটক করা হয়েছে।
পরে ১৯৯৮ সালে দেশদ্রোহী আইনেও তাকে একবার কারাগারে যেতে হয়। মাহাথির যখন তার নাম ঘোষণা করেন, লিম তখন মুখে মিষ্টি হাসি নিয়ে তার পাশেই দাঁড়িয়েছিলেন।
গণতান্ত্রিক অ্যাকশন পার্টির নেতা লিম বলেন, যাদের দিনে দুমুঠো খাবার জোগাতেই কষ্ট হয়, তাদের সমস্যা দূর করতেই সবার আগে কাজ করবেন।
আকাশ নিউজ ডেস্ক 






















