অাকাশ জাতীয় ডেস্ক:
দুই দিনব্যাপী সম্মেলন শেষ হলেও ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হতে দুই-একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। শনিবার বিকালে দ্বিতীয় অধিবেশনের শুরুতে তিনি এ কথা জানান।
জাকির হোসাইন বলেন, ‘কমিটি জন্য যোগ্যতার ভিত্তিতে কিছু নাম নেত্রীর কাছে জমা দেয়া হয়েছে। শিগগিরই মাননীয় নেত্রী নতুন নেতৃত্বের বিষয় আমাদের জানিয়ে দেবেন। হয়তো দু-একদিন সময়ও লাগতে পারে কমিটি ঘোষণা আসতে।’
এর আগে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটির আগামী নেতৃত্বে কারা আসবেন দ্বিতীয় অধিবেশনে ছাত্রলীগের নেতারা একটি তালিকা করেন। পরে এর একটি সুপারিশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেয়া হয়। যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রী কমিটি ঘোষণা করবেন।
এছাড়া দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘প্রার্থীদের তালিকা আমরা আমাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই দেবেন।’
শুক্রবার রাতে সংগঠনে ২৯তম কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন কমিশন তালিকা প্রকাশ করে। প্রধান নির্বাচন কমিশনার আরিফুর রহমান লিমন, নির্বাচন কমিশনার নওশাদ উদ্দিন সুজন ও সাকিব হাসান সুইম এতে স্বাক্ষর করেন।
তালিকা অনুযায়ী সভাপতি পদে ৬৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৬৯ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে অনেকে সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পদেই আবেদন করেছেন। অনেকে দুই পদের জন্যও আবেদন জমা দিয়েছেন।
শুক্রবার বিকালে ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় সংগঠনের নেতা নির্বাচনে ২৮ বছর নির্ধারণের ঘোষণা দেন সংগঠনটির সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা।
আকাশ নিউজ ডেস্ক 



















