অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দারিদ্র্যপীড়িত ইয়েমেনে বেসামরিক ব্যক্তিদের ওপর সৌদি বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দেশটির বিশিষ্ট সাংবাদিক হাসান আল বুহাইতি।
শুক্রবার টেলিভিশনের একটি লাইভ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তৈরি ক্লাস্টার বোমার কয়েকটি টুকরো অংশ দেখিয়ে তিনি বলেন, সৌদি জঙ্গিবিমান গত বৃহস্পতিবার ইয়েমেনের পশ্চিম অংশের হামদান শহরে এ বোমা ব্যবহার করেছে। হামলায় দুই শিশুসহ অন্তত ৬ ব্যক্তি নিহত হয়।
বুহাইতি বলেন, সৌদি হামলার ঘটানস্থল থেকে স্থানীয় শিশুরা হলুদ রঙের বোমার টুকরো অংশ খুঁজে পায়।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় যুক্তরাষ্ট্র সহযোগিতা দেয়ায় তিনি দেশটির নিন্দা জানিয়ে বলেন, সৌদি জঙ্গিবিমানগুলোকে জ্বালানি সরবরাহ করার পাশাপাশি রিয়াদ সরকারকে অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সার্বিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে আমি প্রশ্ন করতে চাই যে, সৌদি জোটের কাছে কারা এসব বোমা সরবরাহ করছে? কারণ ইয়েমেনের হাতে তো এসব বোমা নেই?
সাংবাদিক বুহাইতি আরও বলেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের যত আপত্তি। অথচ দেশকে বহিঃশত্রুর হামলা থেকে রক্ষার করার জন্য এসব ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















