অাকাশ জাতীয় ডেস্ক:
হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব মো. শাহাদাত হোসাইন তসলিম জানান, ফ্লাইট বাতিল হওয়া হজযাত্রীদের সৌদি পাঠানো নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না। বিশেষ ব্যবস্থাপনায় যাত্রীদের সৌদি পাঠানো সম্ভব। রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যে ৪৮ এজেন্সিকে আমরা সময় বেধে দিয়েছিলাম দুই একটা এজেন্সি বাদে সবাই তাদের কাজ মোটামুটি শেষ করে ফেলেছে। এছাড়া আমি বাংলাদেশ বিমানের প্রতি অনুরোধ জানাব, তারা যেন বিশেষ ব্যবস্থাপনায় যাত্রীদের সৌদি পাঠানোর ব্যবস্থা করে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত বিমান ১৪টি স্লটের বরাদ্দ পেয়েছে। বিমান বলছে ৮টি ব্যবহার করতে পারবে। কিন্তু বিশেষ ব্যবস্থাপনায় বাকি ৬টিও ব্যবহার করা সম্ভব। এছাড়া ভিসা জটিলতায় যাত্রী সংকটে বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের মোট ২৫টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২১টি বাংলাদেশ এয়ারলাইন্সের আর বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের।
আকাশ নিউজ ডেস্ক 



















