ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধে চরম ভোগান্তি মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল জন্মহারে বড় ধস, অর্থনৈতিক সংকটের মুখে চীন

এক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারবে উ. কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের সামরিক ঘাঁটির পাশে হামলা চালাতে পারবে উত্তর কোরিয়া।দেশটি জানিয়েছে, মধ্য-আগস্টের মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি সম্পন্ন হবে। এরপর কিম জং-উন নির্দেশ দিলেই হামলা চালাতে পারবে তারা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার কথার যুদ্ধ এখন তুঙ্গে। মার্কিন নেতারা পিয়ংইয়ংকে বিভিন্নভাবে হুঁশিয়ার করলেও তারা তাদের কার্যক্রম থেকে পিছু হটছে না। এ মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ আবহ বিরাজ করছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, তাদের হোয়াসং-১২ রকেট জাপানের ওপর দিয়ে গিয়ে গুয়ামের ৩০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে পড়বে।

সম্প্রতি মার্কিন গোয়েন্দারা দাবি করে, উত্তর কোরিয়া ছোট আকৃতির নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করেছে, যা ক্ষেপণাস্ত্রের সঙ্গে সহজেই সেঁটে দেওয়া যায়। এ খবরের পর বেজায় ক্ষেপে গিয়ে ট্রাম্প উত্তর কোরিয়াকে কড়া ভাষায় শাসিয়েছেন। কিন্তু তারা তাতে কান না দিয়ে উল্টো গুয়ামে হামলার পরিকল্পনার কথা জানিয়েছে।

বুধবার মার্কিন প্রশাসন আবারো সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে হামলা চালালেই তা হবে উত্তর কোরিয়ার ধ্বংসের শুরু। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাট্টিস বলেছেন, যেকোনো মানদণ্ডে উত্তর কোরিয়া কোনোমতেই যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সমকক্ষ নয়। উত্তর কোরিয়া বুধবার প্রথম জানায়, তারা গুয়াম দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার কথা ভাবছে। গুয়ামে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বোমারু বিমান রয়েছে। সেখানে ১ লাখ ৬৩ হাজার মানুষ বসবাস করে।

সেনাপ্রধান জেনারেল কিম র‌্যাক গায়োমের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে কেসিএনএ জানিয়েছে, কোরিয়ান পিপল’স আর্মি (কেপিএ) হোয়াসং-১২ রকেট নিক্ষেপ করলে সেটি জাপানের শিমান, হিরোশিমা ও কোইচি প্রিফেকচারের আকাশ অতিক্রম করে গুয়ামের পাশে পড়বে।

কেসিএনএ আরো বলেছে, হোয়াসং-১২ রকেটগুলো নিক্ষেপের স্থান থেকে ১ হাজার ৬৫ সেকেন্ডে ৩ হাজার ৩৫৬ কিলোমিটার পাড়ি দিয়ে গুয়ামের ৩০-৪০ দূরে আঘাত করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি

এক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারবে উ. কোরিয়া

আপডেট সময় ০২:২৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের সামরিক ঘাঁটির পাশে হামলা চালাতে পারবে উত্তর কোরিয়া।দেশটি জানিয়েছে, মধ্য-আগস্টের মধ্যে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি সম্পন্ন হবে। এরপর কিম জং-উন নির্দেশ দিলেই হামলা চালাতে পারবে তারা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার কথার যুদ্ধ এখন তুঙ্গে। মার্কিন নেতারা পিয়ংইয়ংকে বিভিন্নভাবে হুঁশিয়ার করলেও তারা তাদের কার্যক্রম থেকে পিছু হটছে না। এ মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ আবহ বিরাজ করছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, তাদের হোয়াসং-১২ রকেট জাপানের ওপর দিয়ে গিয়ে গুয়ামের ৩০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে পড়বে।

সম্প্রতি মার্কিন গোয়েন্দারা দাবি করে, উত্তর কোরিয়া ছোট আকৃতির নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করেছে, যা ক্ষেপণাস্ত্রের সঙ্গে সহজেই সেঁটে দেওয়া যায়। এ খবরের পর বেজায় ক্ষেপে গিয়ে ট্রাম্প উত্তর কোরিয়াকে কড়া ভাষায় শাসিয়েছেন। কিন্তু তারা তাতে কান না দিয়ে উল্টো গুয়ামে হামলার পরিকল্পনার কথা জানিয়েছে।

বুধবার মার্কিন প্রশাসন আবারো সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে হামলা চালালেই তা হবে উত্তর কোরিয়ার ধ্বংসের শুরু। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাট্টিস বলেছেন, যেকোনো মানদণ্ডে উত্তর কোরিয়া কোনোমতেই যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সমকক্ষ নয়। উত্তর কোরিয়া বুধবার প্রথম জানায়, তারা গুয়াম দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার কথা ভাবছে। গুয়ামে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বোমারু বিমান রয়েছে। সেখানে ১ লাখ ৬৩ হাজার মানুষ বসবাস করে।

সেনাপ্রধান জেনারেল কিম র‌্যাক গায়োমের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে কেসিএনএ জানিয়েছে, কোরিয়ান পিপল’স আর্মি (কেপিএ) হোয়াসং-১২ রকেট নিক্ষেপ করলে সেটি জাপানের শিমান, হিরোশিমা ও কোইচি প্রিফেকচারের আকাশ অতিক্রম করে গুয়ামের পাশে পড়বে।

কেসিএনএ আরো বলেছে, হোয়াসং-১২ রকেটগুলো নিক্ষেপের স্থান থেকে ১ হাজার ৬৫ সেকেন্ডে ৩ হাজার ৩৫৬ কিলোমিটার পাড়ি দিয়ে গুয়ামের ৩০-৪০ দূরে আঘাত করবে।