ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ: ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ : আলী রীয়াজ ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়ন, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইরানি জনগণই স্বৈরশাসকদের ক্ষমতাচ্যুত করবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক

নয়াপল্টনে বিএনপি নেতা শামসুলের জানাজা

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম শামসুল ইসলামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে তার মরদেহ নিয়ে ছেলে সাইফুল ইসলাম বাবুসহ আত্মীয় স্বজনেরা মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর উদ্দেশে রওয়ানা হন। সেখানে বাদ জুম্মা শেষে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নয়াপল্টনে জানাজার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। কফিনটি দলীয় পতাকায় ঢেকে দিয়ে মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা পুষ্পমাল্য অর্পণ করেন। বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও প্রয়াত এ নেতার কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।

জানাজায় ফখরুল ছাড়াও বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল্লাহ আল নোমান, আমিনুল হক, আহমেদ আজম খান, মিজানুর রহমান সিনহা, মিজানুর রহমান মিনু, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, এহসানুল কবির, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপুসহ দলটির কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

এর আগে সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হয়। এতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সাবেক স্পিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, হাফিজউদ্দিন আহমেদ, আবদুল মান্নান, শহীদুল হক জামাল, নাজিমউদ্দিন আলমসহ সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।

উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সাবেক এ সদস্য দুই বার মুন্সীগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

নয়াপল্টনে বিএনপি নেতা শামসুলের জানাজা

আপডেট সময় ০৩:৪৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম শামসুল ইসলামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে তার মরদেহ নিয়ে ছেলে সাইফুল ইসলাম বাবুসহ আত্মীয় স্বজনেরা মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর উদ্দেশে রওয়ানা হন। সেখানে বাদ জুম্মা শেষে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নয়াপল্টনে জানাজার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। কফিনটি দলীয় পতাকায় ঢেকে দিয়ে মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা পুষ্পমাল্য অর্পণ করেন। বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও প্রয়াত এ নেতার কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।

জানাজায় ফখরুল ছাড়াও বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল্লাহ আল নোমান, আমিনুল হক, আহমেদ আজম খান, মিজানুর রহমান সিনহা, মিজানুর রহমান মিনু, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, এহসানুল কবির, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপুসহ দলটির কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

এর আগে সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হয়। এতে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সাবেক স্পিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, হাফিজউদ্দিন আহমেদ, আবদুল মান্নান, শহীদুল হক জামাল, নাজিমউদ্দিন আলমসহ সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।

উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সাবেক এ সদস্য দুই বার মুন্সীগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।