অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
গাড়িতে বসে আছেন বাবা-মা। তাদের পাশ থেকেই রাস্তায় পড়ে গেল ১০ মাসের শিশু। তারপরও তারা টের পাননি সন্তান পড়ে গেছে। এমন মর্মান্তিক ঘটনার মধ্যেও রয়েছে মিরাকল। চলন্ত গাড়ি থেকে পড়ে গেলেও পথচারীদের কারণে বেঁচে গেছে শিশুটি।
রাখে আল্লাহ মারে কে- কথার এমন দৃষ্টান্ত তৈরি হয়েছে চীনের জিয়াংসু প্রদেশের চাংঝু শহরে। শিশুটিকে কুড়িয়ে পাওয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
এতে দেখা যায়, গাড়িতে করে মা–বাবার সঙ্গে যাওয়ার সময় হঠাৎ করেই রাস্তায় পড়ে যায় শিশুটি। কিন্তু বাবা-মা বিষয়টি খেয়াল না করে রাস্তায় পড়ে থাকা সন্তানকে রেখেই গাড়ি নিয়ে চলে যান।
তবে রাস্তার আশপাশে থাকা মানুষ ঘটনাটি দেখতে পান। তারা দ্রুত শিশুটিকে উদ্ধার করেন। ফলে কোনো ধরনের বিপদ ঘটেনি। পরে শিশুটিকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। কোথাও আঘাত না পেলেও চিকিৎসকরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে সামাজিকমাধ্যমে ঘটনাটির ভিডিও প্রকাশের পর দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই সন্তানের প্রতি মা–বাবার এ রকম উদাসীনতার কঠোর সমালোচনাও করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























