ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ ধর্মকে পুঁজি করে চালানো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: আমিনুল হক কেউ কেউ বসন্তকালে আইসা কুহু কুহু ডাক শুরু করে: জামায়াতের আমির ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন: নাহিদ ইসলাম ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার : উপদেষ্টা আদিলুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ

যুদ্ধ বন্ধে প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেন

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ও শনিবার (২৪ জানুয়ারি) দুই দিনব্যাপী আলোচনা হবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার দাভোসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার শর্তগুলো চূড়ান্ত হয়েছে এবং যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে একটি চুক্তিও প্রায় প্রস্তুত। এই বিষয়টি কিয়েভ-সমর্থিত প্রস্তাবগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আগে যুক্তরাষ্ট্রের এমন একটি পরিকল্পনার বিপরীতে আনা হয়েছিল, যেটিকে রাশিয়ার পক্ষে বেশি ঝুঁকেছে বলে মনে করা হচ্ছিল।

জেলেনস্কি বলেন, আবুধাবিতে যে আলোচনা হতে যাচ্ছে, সেটিই হবে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। তিনি বলেন, ‘আমি মনে করি এটি ভালো উদ্যোগ।’

এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটিকে ‘ভালো’ বলে উল্লেখ করেন। তবে তিনি বলেন, রাশিয়ার শুরু করা এই যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা এখনো একটি চলমান প্রক্রিয়া।

এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, দীর্ঘদিন ধরে চলা রাশিয়া–ইউক্রেন আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে এবং এখন আলোচনা মাত্র একটি বিষয়েই আটকে আছে।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এক অনুষ্ঠানে উইটকফ বলেন, ‘আমরা এখন একটিমাত্র ইস্যুতে এসে পৌঁছেছি। সেই বিষয়টি নিয়ে আমরা নানা দিক থেকে আলোচনা করেছি। এর মানে হলো, এটি সমাধানযোগ্য।’

তিনি আরও বলেন, ‘যদি উভয় পক্ষই সমাধান চায়, তাহলে আমরা অবশ্যই এর সমাধান করতে পারব।’

পরে যুক্তরাষ্ট্রের এই দূত এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রাশিয়ার রাজধানী মস্কো সফর করেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে

যুদ্ধ বন্ধে প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেন

আপডেট সময় ১০:২৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ও শনিবার (২৪ জানুয়ারি) দুই দিনব্যাপী আলোচনা হবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার দাভোসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার শর্তগুলো চূড়ান্ত হয়েছে এবং যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে একটি চুক্তিও প্রায় প্রস্তুত। এই বিষয়টি কিয়েভ-সমর্থিত প্রস্তাবগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আগে যুক্তরাষ্ট্রের এমন একটি পরিকল্পনার বিপরীতে আনা হয়েছিল, যেটিকে রাশিয়ার পক্ষে বেশি ঝুঁকেছে বলে মনে করা হচ্ছিল।

জেলেনস্কি বলেন, আবুধাবিতে যে আলোচনা হতে যাচ্ছে, সেটিই হবে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। তিনি বলেন, ‘আমি মনে করি এটি ভালো উদ্যোগ।’

এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটিকে ‘ভালো’ বলে উল্লেখ করেন। তবে তিনি বলেন, রাশিয়ার শুরু করা এই যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা এখনো একটি চলমান প্রক্রিয়া।

এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, দীর্ঘদিন ধরে চলা রাশিয়া–ইউক্রেন আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে এবং এখন আলোচনা মাত্র একটি বিষয়েই আটকে আছে।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এক অনুষ্ঠানে উইটকফ বলেন, ‘আমরা এখন একটিমাত্র ইস্যুতে এসে পৌঁছেছি। সেই বিষয়টি নিয়ে আমরা নানা দিক থেকে আলোচনা করেছি। এর মানে হলো, এটি সমাধানযোগ্য।’

তিনি আরও বলেন, ‘যদি উভয় পক্ষই সমাধান চায়, তাহলে আমরা অবশ্যই এর সমাধান করতে পারব।’

পরে যুক্তরাষ্ট্রের এই দূত এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রাশিয়ার রাজধানী মস্কো সফর করেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।