অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের লেক চাদ দ্বীপে সোমবার রাতে দুটি পৃথক হামলায় কমপক্ষে ৩১ জেলে নিহত হয়েছেন। দুগুরি ও দাবার ওয়ানজাম দ্বীপের মিঠাপানির খালে জেলেদের উপর এ হামলা চালানো হয়। এ সময় জেলেরা মাছ ধরছিল। তাদের গুলি করে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
স্থানীয় মিলিশিয়া বাহিনীর সদস্য বাবাকুরা কোলো বলেন, বোকো হারাম সদস্যরা দুগুরি ও দাবার ওয়ানজাম দ্বীপে হামলা চালিয়ে ৩১ জনকে হত্যা করেছে। বোকো হারামের বিরুদ্ধে লড়াইরত মাইদুগুরি মিলিশিয়া বাহিনীর সদস্য কোলো আরো বলেন, ‘তারা (বোকো হারাম) দুগুরিতে ১৪ জন এবং দাবার ওয়ানজামে আরো ১৭ জনকে হত্যা করেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















