অাকাশ জাতীয় ডেস্ক:
একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় খুলনার সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার ধানমন্ডি কার্যালয়ে মঙ্গলবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থার সমন্বয়ক সানাউল হক।
তিনি জানান, সাতজনের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় খুলনার বছিয়া ঘাটা ও দাকোপ এলাকায় হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, অপহরণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে।
এই মামলায় আসামিরা হলেন- আমজাদ হোসেন হাওলাদার (৭৫), মো, মুজাহার আলী শেখ (৬৫), মো. শহর আলী সরদার (৬৫), মো. আতিউর রহমান শেখ (৭০), মো. মোতাচ্ছিল বিল্লাহ (৮০), মো. কামাল উদ্দিন গোলদার (৬৩) ও নজরুল ইসলাম (৬০)।
এছাড়া আসাদ শেখ নামে এক আসামি গ্রেফতারের পর মারা যান।
আসামিদের বিরুদ্ধে তিনজন মুক্তিযোদ্ধাসহ আটজন হত্যা, অসংখ্য বাড়ি-ঘর লুণ্টন ও অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























