অাকাশ জাতীয় ডেস্ক:
ভুয়া ঋণ জালিয়াতির পৃথক চার মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে ৬৮ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত এবং সে সঙ্গে তাদের প্রত্যেককে ৪ কোটি ২ লাখ টাকা অর্থদণ্ডের ও আদেশ দিয়েছেন।
একই আদালতে অন্য দুই মামলায় দুই আসামিকে ১৭ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ ৫ এর বিচারক ড. আখতারুজ্জামান জনাকীর্ণ আদালতে এ দণ্ডাদেশ দেন।
যাদেরকে কারাদণ্ডে দণ্ডিত করেছেন তারা হলেন, ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সাবেক সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মোহাম্মদউল্লাহ, সাকেক এসইভিপি মাহমুদা হোসেন, সাবেক ইভিপি কামরুল ইসলাম এবং সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান।
এদের প্রত্যেকের ৪ মামলায় দুদকের আইনে ১০ বছর করে ৪০ বছর কারাদণ্ড ও এক কোটি করে মোট ৪ কোটি টাকা জরিমানা এবং অপর ধারায় ৭ বছর করে ২৮ বছর কারাদণ্ড ও ৫০ হাজার করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। আনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। অন্য দুটি মামলায় ব্যাংকটির সাবেক এভিপি তরিকুল ইসলাম ও গ্রাহক সালাউদ্দিনকে একটিতে ১০ বছর করে এবং অন্যটিতে ৭ করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত সব আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, আসামিরা ক্ষমতা অপব্যহার করে নিজে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে ভুয়া ঋণপত্রের মাধ্যমে ৪ কোটি টাকা ঋণ প্রদান করেন। এ ঘটনায় ২০০৬ সালে আসামিদের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা করা হয়। ২০১৩ সালে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।
আকাশ নিউজ ডেস্ক 




















