ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাব চুরি করায় কিশোরকে পিটিয়ে হত্যা, আটক ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ডাব চুরি করে খাওয়ার অপরাধে এক কিশোরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। হত্যার ঘটনা জানাজানি হলে পরের দিন স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহত কাউসার (১৭) বড়কুল পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সেন্দ্রা ঘাসিপুর গাজী বাড়ির দিনমজুর কালু গাজীর ছেলে। মঙ্গলবার স্থানীয়রা হান্নান (৫৫) ও রাকিব (২২)নামের দুজনকে ধরে পুলিশের সোপর্দ করেন।

এর আগে সোমবার রাত ১০ টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে হান্নান ফিলিং স্টেশনসংলগ্ন প্রবাসী শাহীন গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক রাকিব জানায়,নিহত কাউছার ঘটনার দিন রাতে তার ভাতিজা হৃদয় ও রবিনকে নিয়ে শাহীন গাজীর বাড়িতে চুরি করে ডাব খেতে যায়।

ডাব চুরির সময় হান্নানের ছেলে হাসান দূর থেকে তাদের দেখে ফেলে। পরে আটক রাকিবকে নিয়ে গেলে নিহত কাউছারের সঙ্গে হাসানের বাগ্বিতণ্ডা হয়।

একপর্যায়ে হাসানের হাতে থাকা লাঠি দিয়ে কাউছারকে আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে কাউছার।

পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ওসি মোহাং জাবেদুল ইসলাম দৈনিক আকাশকে জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাব চুরি করায় কিশোরকে পিটিয়ে হত্যা, আটক ২

আপডেট সময় ০৭:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ডাব চুরি করে খাওয়ার অপরাধে এক কিশোরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। হত্যার ঘটনা জানাজানি হলে পরের দিন স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহত কাউসার (১৭) বড়কুল পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সেন্দ্রা ঘাসিপুর গাজী বাড়ির দিনমজুর কালু গাজীর ছেলে। মঙ্গলবার স্থানীয়রা হান্নান (৫৫) ও রাকিব (২২)নামের দুজনকে ধরে পুলিশের সোপর্দ করেন।

এর আগে সোমবার রাত ১০ টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে হান্নান ফিলিং স্টেশনসংলগ্ন প্রবাসী শাহীন গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক রাকিব জানায়,নিহত কাউছার ঘটনার দিন রাতে তার ভাতিজা হৃদয় ও রবিনকে নিয়ে শাহীন গাজীর বাড়িতে চুরি করে ডাব খেতে যায়।

ডাব চুরির সময় হান্নানের ছেলে হাসান দূর থেকে তাদের দেখে ফেলে। পরে আটক রাকিবকে নিয়ে গেলে নিহত কাউছারের সঙ্গে হাসানের বাগ্বিতণ্ডা হয়।

একপর্যায়ে হাসানের হাতে থাকা লাঠি দিয়ে কাউছারকে আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে কাউছার।

পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ওসি মোহাং জাবেদুল ইসলাম দৈনিক আকাশকে জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।