অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সিরিয়ায় শনিবার ভোরে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স জোটের হামলা নিয়ে মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। শনিবার জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির এক সমাবেশে তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ হামলা এই বার্তা দেয় যে কোনো অপরাধীই শাস্তির উর্দ্ধে নয়’।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সময়ে তুরস্কের সম্পর্কে টানাপোড়েন চললেও সিরিয়ায় হামলাকে স্বাগত জানিয়েছেন এরদোগান। তিনি বলেন, ‘সিরিয়ার অসহায় নাগরিকরা দীর্ঘদিন যাবত অত্যাচার সহ্য করছে এর একটা জবাব দেয়ার দরকার ছিল’। খবর আল-জাজিরার
তবে শুধু সিরিয়া নয়, গোট দুনিয়া থেকে রাসায়নিক অস্ত্র ধ্বংস করা উচিৎ মন্তব্য করে এরদোগান বলেন, ‘পৃথিবীর সকল রাসায়নিক ও ভয়ঙ্কর অস্ত্র বিলুপ্ত করা উচিত, আমাদের মানবতার সেবার জন্য প্রতিযোগিতা করা উচিত অস্ত্রের জন্য নয়’।
এছাড়া হামলার পরপরই এরদোগান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন।
আকাশ নিউজ ডেস্ক 






















