অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মেক্সিকোর জনপ্রিয় লস কাবোস আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে রোববার গোলাগুলিতে তিন জন নিহত ও অপর দুই জন আহত হয়েছে। বাজা ক্যালিফোর্নিয়া সুর রাজ্যের প্রসিকিউটররা জানান, পর্যটকরা সান জোসে ডেল কাবোর পামিলা বিচে সূর্যস্নান করছিল। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। খবর জানিয়েছে এএফপি।
প্রসিকিউটররা জানান, ঘটনাস্থলে বুলেটবিদ্ধ অবস্থায় তিন জনের লাশ পাওয়া গেছে। এই ঘটনায় অপর দুইজন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটকরা গোলাগুলির সময় আতঙ্কে চিৎকার শুরু করে। ঘটনার পর কর্তৃপক্ষ সৈকত থেকে সাধারণ মানুষকে বের করে তদন্ত শুরু করেছে।
আকাশ নিউজ ডেস্ক 























