অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের এক সামরিক অ্যাটাশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। ডন নিউজ টিভি জানিয়েছে, কর্নেল জোসেফ নামে ওই কূটনীতিক একটি সাদা এসইউভি চালিয়ে যাওয়ার সময় তার গাড়ি আতিক ও রাহিল নামে দুই মোটরসাইকেল যাত্রীকে ধাক্কা দেয়।
এতে আতিক ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মকভাবে আহত রাহিলকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কূটনৈতিক দায়মুক্তির কারণে দেশটির পুলিশ ইমানুয়েলকে গ্রেফতার করেনি।
তবে তার গাড়িটি কোহসার পুলিশ স্টেশনে জমা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিক পাকিস্তানের পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অন্য একটি গাড়িতে চড়ে চলে যান।
নিহতের বাবার অভিযোগ অনুসারে থানায় একটি এফআইআর গ্রহণ করা হয়েছে। তাতে যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিকের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।
২০১১ সালে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কর্মকর্তা রেয়মন্ড ড্যাভিস দুই পাকিস্তানিকে গুলি করে হত্যা করেন। লাহোরের একটি বিপণিবিতানে ওই হত্যাকাণ্ডে নিজের আত্মরক্ষার কথা বলে সাফাই গেয়েছেন রেয়মন্ড।
আকাশ নিউজ ডেস্ক 
























