অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর মিরপুরের অধিকাংশ এলাকায় আজ সারা দিন গ্যাস থাকবে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেট্রোরেলের কাজ চলার কারণে আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মিরপুর ও এর আশপাশের কিছু এলাকায় গ্যাস থাকবে না।
যেসব এলাকায় গ্যাস থাকবে না তার মধ্যে রয়েছে—মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, ক্যান্টনমেন্ট ও এর আশপাশের এলাকা।
এ সময়ে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কলকারখানা ও সিএনজি স্টেশনে সরবরাহ ব্যাহত হবে।
মেট্রোরেলের কাজের জন্য দেড় বছর ধরে মিরপুর এলাকায় কাজ চলছে। এর জন্য বিভিন্ন সময়ে ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 

























