ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

শেখ জামালের হারে চ্যাম্পিয়ন মাশরাফি-নাসিরের আবাহনী

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কাছে ৪ উইকেটে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রতিদ্বন্দ্বীদের হারে চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফি বিন মুর্তজা ও নাসির হোসেনের আবাহনী লিমিটেড। এ নিয়ে এক বছর পর ফের লিগ শিরোপা উঠল তাদের ঘরে।

সমীকরণটা ছিল এ রকম, শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়ন হবে আবাহনী। আবার হারলেও খেলাঘরের কাছে শেখ জামাল পরাজিত হলে শিরোপা ঘরে তুলবে দলটি। ইতিমধ্যে দ্বিতীয়টি আলোর মুখ দেখেছে। ফলে চ্যাম্পিয়ন হয়েছে আকাশি-হলুদ জার্সিধারীরা।

ডিপিএল লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এটা আবাহনীর দ্বিতীয় শিরোপা। আর স্বাধীনতাত্তোর সিনিয়র ডিভিশন ও প্রিমিয়ার লিগ মিলে সর্বাধিক ১৯বার লিগ শিরোপা জিতল ধানমন্ডির দলটি।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান করে শেখ জামাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক নুরুল হাসান। রবি, মানারিয়া ও সাদ্দাম ২টি করে উইকেট নিয়ে তাদের গুঁড়িয়ে দেন।

জবাবে ৭৯ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে খেলাঘর। দলের হয়ে ৮২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন নাজিমুদ্দীন। ৫ উইকেট নিয়ে জয়ী শিবিরে ত্রাস ছড়িয়েছিলেন নাজমুল ইসলাম। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

বিকেএসপির তিন নম্বর মাঠে জয়ের প্রহর গুনেছে আবাহনী! প্রথমে ব্যাট করে নাজমুল শান্ত ও নাসিরের জোড়া শতকে ৩৭৪ রানের হিমালয় সমান স্কোর গড়েছে দলটি। জবাবে এখন পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছে রূপগঞ্জ। জয়ের জন্য এখনও তাদের দরকার ৯৮ রান। হারলেও নেট রান রেটে এগিয়ে চ্যাম্পিয়ন হবে আবাহনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ জামালের হারে চ্যাম্পিয়ন মাশরাফি-নাসিরের আবাহনী

আপডেট সময় ০৫:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলাঘর সমাজ কল্যাণ সমিতির কাছে ৪ উইকেটে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রতিদ্বন্দ্বীদের হারে চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফি বিন মুর্তজা ও নাসির হোসেনের আবাহনী লিমিটেড। এ নিয়ে এক বছর পর ফের লিগ শিরোপা উঠল তাদের ঘরে।

সমীকরণটা ছিল এ রকম, শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়ন হবে আবাহনী। আবার হারলেও খেলাঘরের কাছে শেখ জামাল পরাজিত হলে শিরোপা ঘরে তুলবে দলটি। ইতিমধ্যে দ্বিতীয়টি আলোর মুখ দেখেছে। ফলে চ্যাম্পিয়ন হয়েছে আকাশি-হলুদ জার্সিধারীরা।

ডিপিএল লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এটা আবাহনীর দ্বিতীয় শিরোপা। আর স্বাধীনতাত্তোর সিনিয়র ডিভিশন ও প্রিমিয়ার লিগ মিলে সর্বাধিক ১৯বার লিগ শিরোপা জিতল ধানমন্ডির দলটি।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান করে শেখ জামাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক নুরুল হাসান। রবি, মানারিয়া ও সাদ্দাম ২টি করে উইকেট নিয়ে তাদের গুঁড়িয়ে দেন।

জবাবে ৭৯ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে খেলাঘর। দলের হয়ে ৮২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন নাজিমুদ্দীন। ৫ উইকেট নিয়ে জয়ী শিবিরে ত্রাস ছড়িয়েছিলেন নাজমুল ইসলাম। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

বিকেএসপির তিন নম্বর মাঠে জয়ের প্রহর গুনেছে আবাহনী! প্রথমে ব্যাট করে নাজমুল শান্ত ও নাসিরের জোড়া শতকে ৩৭৪ রানের হিমালয় সমান স্কোর গড়েছে দলটি। জবাবে এখন পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছে রূপগঞ্জ। জয়ের জন্য এখনও তাদের দরকার ৯৮ রান। হারলেও নেট রান রেটে এগিয়ে চ্যাম্পিয়ন হবে আবাহনী।