অাকাশ জাতীয় ডেস্ক:
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল দশটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে বাসায় নেয়া হয়।
গত সোমবার সকালে উত্তরার বাসায় বুকে ব্যথা অনুভব করায় বিএনপি মহাসচিবকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন উজ্জামানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকরা তার হার্টে সমস্যা আছে কি না সেটা পরীক্ষার জন্য এনজিওগ্রাম করালেও তাতে কোনো সমস্যা দেখা যায়নি।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডা. ফাওয়াজ শুভ দৈনিক আকাশকে বুধবার সকালে বলেন, ‘মহাসচিব স্যার পুরোপুরি সুস্থ আছেন। সকালে তাকে রিলিজ দেয়া হয়েছে।’
অসুস্থ অবস্থায় ফখরুলের পাশে সার্বক্ষণিক ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট ভাই মির্জা ফয়সল আমীন। বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও মির্জা ফখরুলকে হাসপাতালে দেখতে যান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্নাসহ আরও অনেকে।
আকাশ নিউজ ডেস্ক 






















