অাকাশ জাতীয় ডেস্ক:
হজরত শাহজালাল বিমানবন্দর থেকে রোববার সকালে আরও ৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। উদ্ধারকৃত স্বর্ণের বাজার প্রায় মূল্য প্রায় ৩ কোটি টাকা।
কাস্টম হাউজের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ৩১৪ নম্বর ফ্লাইটের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এর আগে শনিবার রাতে হযরত শাহজালাল বিমানবন্দরের এক যাত্রীর কোমর থেকে মোট ২৫০টি স্বর্ণের বার (২৫ কেজি স্বর্ণ) জব্দ করে ঢাকা কাস্টমস হাউজ। মো. জামিল আক্তার নামে ওই যাত্রী রোগীর বেশে হুইল চেয়ারে বসেছিলেন। মো. জামিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৪৪৬ ফ্লাইটে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় আসেন।
আকাশ নিউজ ডেস্ক 

























