আকাশ স্পোর্টস ডেস্ক:
টেবিল টপার আবাহনী এগিয়ে যাওয়ার মিশনে সকালে টসে হেরে ব্যাটিংয়ে নামে। ব্যাট করতে নেমে শুরুতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন গত ম্যাচের দুই সেঞ্চুরিয়ান এনামুল ও শান্ত। ২৭ রান করে রান আউটের শিকার হয়ে বিজয় ফিরলেও ঠিকই অর্ধশত তুলে নেন শান্ত। ৫৪ রান করে আব্দুল হালিমের বলে ফিরে যায় শান্ত।
অখ্যাত এই মিডিয়াম পেসারের বলে বিপর্যস্ত আবাহনীর টপ অর্ডার। পরপর টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে ফিরিয়ে আবাহনীকে ব্যাকফুটে ফেলে দয়ে হালিম।
শেষ দিকে মিরাজ সানজামুলে ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ২৩ রানের বেশি করতে পারেনি সানজামুল। এরপর মিরাজ-তাসকেন ব্যাটে মান বাঁচে আবাহনীর। নবম উইকেট জুটিতে তাসকিন-মিরাজের ৪৯ রানের জুটি আবাহনিকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়।
২৫ বলে ২ ছক্কা ও ১ চারে ২৬ রান করে তাসকিন বিদায় নিলেও ৪৪ বলে ৩ ছক্কা ও ৫ চারে লিস্ট-এ ক্যারিয়ারে নিজের পঞ্চম ফিফটি তুলে নেয় মিরাজ। ইরফানের বলে শেষ ব্যাটসম্যান হিসেবে মিরাজ আউট হওয়ার আগে আবাহনীর সংগ্রর দাঁড়ায় ২৪১।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে কোন রান না করেই সাজঘরে ফিরে খেলাঘরের ওপেনার সিদ্দিকুর রহমান। দলীয় ৪৩ রানের মাথায় আরেক ওপেনার রবিউল ইসলামকে ফেরান আসরের সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফি।
এ প্রিতিবেদন লেখা পর্যন্ত খেলাঘরের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৩ রান। ২২ রান নিয়ে ব্যাট করছে মাহিদুল।
আকাশ নিউজ ডেস্ক 

























