অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট দিলেই পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক শাহ আলম।
সোমবার সকালে এক ব্রিফিং এ সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক শাহ আলম বলেন, ‘গতকালকে বেগম জিয়ার পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। এখন পর্যন্ত আমাদের কাছে এই নিয়ে রিপোর্ট আসেনি। আমরা রিপোর্ট আসলে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। আপনারা কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট জেনে নেবেন।
আমাদের কাছ এখন পর্যন্ত কোন তথ্য পৌঁছায় নাই। তথ্য পৌঁছানোর পর সেই তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারব বেগম জিয়ার কি কি পরীক্ষা করতে হবে এবং তিনি কি রোগে ভুগছেন।’
আকাশ নিউজ ডেস্ক 
























