আকাশ বিনোদন ডেস্ক :
মুক্তির প্রথম দিনেই বাজি মাত করল টাইগার শ্রফ ও দিশা পাটানি অভিনীত `বাঘি ২`। মুক্তির পর উত্তেজনা কয়েকগুণ বেড়ে গেল। প্রথম দিনের ব্যবসার নিরিখে বহু মাল্টিস্টারার হিন্দি ছবিকে পিছনে ফেলে দিয়েছে ‘বাঘি ২’।
মাত্র একদিন এই ছবি ২৫.১০ কোটি টাকার ব্যবসা করেছে। মারকাটারি অ্যাকশন সঙ্গে টাইগার শ্রফ এবং দিশা পাটানির চুটিয়ে ড্যান্স পারফরম্যান্স এই ছবির ইউএসপি বলছেন ফিল্মি বোদ্ধারা। প্রথমদিনের ব্যবসার নিরিখে রেকর্ড গড়ে ফেলেছে ‘বাঘি ২’।
‘বাঘি ২’ পরিচালনা করেছেন আহমেদ খান। প্রযোজনায় ফক্স স্টার স্টুডিওজ ও সাজিদ নাদিয়াদওয়ালা। টাইগার-দিশা ছাড়াও এতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, রণদীপ হুডা, প্রতীক বব্বর ও দীপক দোব্রিয়াল।
আকাশ নিউজ ডেস্ক 






















