আকাশ স্পোর্টস ডেস্ক:
আপামর ক্রিকেট প্রেমীদের কাছে তিনি পরিচিত ক্রিকেট ঈশ্বর নামে। বাইশ গজে তার ব্যাট ভেঙ্গেছে একাধিক রেকর্ড। ব্যাট হাতে তিনি গড়েছেন অনেক রেকর্ড। ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন ২০১৩ সালে। এছাড়া ২০১২ সালে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। ক্রিকেট ছাড়াও শচীন যে একজন ভালো মানুষ তা বারবার প্রকাশ পায় শচীনের জনদরদী কাজে। দেশে শিক্ষার প্রসারে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লিটল মাস্টার।
সম্প্রতি সাংসদ হিসেবে তার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু সংসদ ছাড়ার আগে তিনি তার বেতন ও ভাতার সবটাই দিয়ে গেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। রাজ্যসভার সাংসদ হিসেবে শচীন টেন্ডুলকারের সংসদে আসা নিয়ে বেশ হইচই হয়েছে। সাংসদ হিসেবে তিনি রাজ্যসভায় এসেছেন মাত্র কয়েকদিন। তার সঙ্গে তুলনা চলে একমাত্র অভিনেত্রী রেখার।
গত ৬ বছরে বেতন ও অন্যান্য ভাতা হিসেবে শচীন পেয়েছেন ৯০ লাখ টাকা। সেই টাকাই তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন। ভারতের পিএমও থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী ওই দান গ্রহণ করেছেন। তিনি শচীনকে ধন্যবাদও জানিয়েছেন। আর্ত মানুষের সেবাও ওই অর্থ সাহায্য করবে।’
এর আগেও এমপি ফান্ডের ৭.৪ কোটি টাকা দেশের বিভিন্ন প্রান্তের ২০টি স্কুলের উন্নতিকল্পে দিয়েছেন লিটল মাস্টার। যার মধ্যে বাংলার পশ্চিম মেদিনীপুরের একটি স্কুলও রয়েছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশে, কেরল, তামিলনাড়ু, ত্রিপুরা, মহারাষ্ট্র এবং হিমাচল প্রদেশের কয়েকটি স্কুলের উন্নতির জন্য টাকাও দিয়েছেন শচীন।
আকাশ নিউজ ডেস্ক 

























