অাকাশ জাতীয় ডেস্ক:
আজ দুপুরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড এলাকায় আশুলিয়ার জিরাবোতে সড়কের সার্বিক অবস্থা পরিদর্শন করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, মওদুদ আহমেদের পরামর্শ যত কম শুনবেন ততই ভালো বিএনপি জন্য। আর মওদুদ আহমেদের পরামর্শে মামলা করেই নিজ বাড়ি হারিয়েছেন খালেদা জিয়া। তার কথার প্রতিক্রিয়া জানানোর কিছু নেই।
এদিকে ওবায়দুল কাদের সাভারের আশুলিয়ার জিরাবোতে গিয়েছিলেন টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করতে। এ সময় তিনি মহাসড়কে যানজট নিয়েও কথা বলেন। সড়ক মন্ত্রীর দাবী ঈদ-উল-ফিতরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোন যানজট হবে না।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৫০ কিলোমিটার চার লেন করার কাজ ঈদের আগেই শেষ হবে বলে নিশ্চয়তা দেন সড়ক মন্ত্রী। আর বাকি সড়কের কাজ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ হবে।
তিনি জানান, ঈদের আগে এই মহাসড়কে ২৪টা সেতু ও ৬০ টি কালভার্টের মধ্যে ৫৮টি দিয়ে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা, কাঁচপুর ও তৃতীয় গোমতী সেতুর কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগে নভেম্বর-ডিসেম্বরে শেষ হবে বলেও জানান মন্ত্রী। তিনটি সেতু নির্মাণে আট হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও ৭০০ কোটি টাকা কম লাগবে বলেও জানান।
আকাশ নিউজ ডেস্ক 





















