ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলব: জামায়াত আমির হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন ‘সম্ভবত তাই’ ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের

খালেদা জিয়া কিছু ক্রনিক রোগে ভুগছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজা পাওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে মন্ত্রী বলেছেন, খালেদা জিয়া কিছু ক্রনিক রোগে ভুগছেন।

আজ শনিবার দুপুরে সাতক্ষীরার দেবহাটায় নতুন থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদ- দেন রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ জেলা জজ আদালত। সেদিন থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয কারাগারে বন্দি।

শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সুষ্ঠু চিকিৎসার জন্য তার নিঃশর্ত জামিন ও বিদেশে পাঠানো দরকার।

ওই দিনই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, চিকিৎসকদের মতামত পেলে প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আজ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আদালতের নির্দেশে কারাগারে আছেন। তিনি সুস্থ আছেন। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

তবে খালেদা জিয়া কিছু ক্রনিক রোগে ভুগছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেল কোড অনুযায়ী প্রাপ্য সব সুবিধা পাচ্ছেন তিনি (খালেদা)।’

স্বরাষ্ট্রমন্ত্রী দেশের জঙ্গিবাদ, মাদক, রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও কথা বলেন। দেশে আর কখনো জঙ্গিবাদ মাথা চাড়া দিতে পারবে না বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা বসে নেই। তবে আমাদের নিরাপত্তা বাহিনী জঙ্গি দমনে যথেষ্ট সজাগ। বর্তমানে যে অভিযান চলছে তাতে তাদের মাথা চাড়া দেওয়ার সুযোগ নেই।’

মাদকের বিরুদ্ধে সরকারের সর্বাত্মক অভিযান অব্যাহত আছে উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘কোনোভাবেই মাদককে ছাড় দেয়া হবে না। যারা মাদক কারবারের সঙ্গে জড়িত তাদের ছবি দিয়ে সংবাদপত্রে নাম-পরিচয় প্রকাশ করা হবে।’

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে কফি আনান কমিশন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দফা বাস্তবায়ন করতে হবে। এর ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

পরে মন্ত্রী দেবহাটা বিবিএম পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

পুলিশ সুপার সাজ্জাদুর রহমারে সভাপতিত্বে সমাবেশে মন্ত্রী বলেন, ২০১৩ সালে সাতক্ষীরাকে একটি মহল অবরুদ্ধ করে রেখেছিল। সেই দিন কেটে গিয়ে এখন এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা ১, ২ও ৪ আসনের সংসদ সদস্য যথাক্রমে মুস্তফা লুৎফুল্লাহ, মীর মোস্তাক আহমেদ রবি, এস এম জগলুল হায়দার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন প্রমুখ।

এরপর মন্ত্রী কালিগঞ্জ উপজেলার নলতা রওজা শরিফ জিয়ারত শেষে নলতা আহসান উল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে স্বর্ণকিশোরী অনুষ্ঠানে যোগদান করেন। পরে বেলা তিনটায় দেবহাটা থানা আওয়ামী লীগ আয়োজিত দেবীশহর ফুটবল মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাটি লিভার থেকে কেন ক্যানসার হওয়ার ঝুঁকি তৈরি হয়, যানালেন চিকিৎক

খালেদা জিয়া কিছু ক্রনিক রোগে ভুগছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজা পাওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে মন্ত্রী বলেছেন, খালেদা জিয়া কিছু ক্রনিক রোগে ভুগছেন।

আজ শনিবার দুপুরে সাতক্ষীরার দেবহাটায় নতুন থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদ- দেন রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ জেলা জজ আদালত। সেদিন থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয কারাগারে বন্দি।

শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সুষ্ঠু চিকিৎসার জন্য তার নিঃশর্ত জামিন ও বিদেশে পাঠানো দরকার।

ওই দিনই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, চিকিৎসকদের মতামত পেলে প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আজ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া আদালতের নির্দেশে কারাগারে আছেন। তিনি সুস্থ আছেন। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

তবে খালেদা জিয়া কিছু ক্রনিক রোগে ভুগছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জেল কোড অনুযায়ী প্রাপ্য সব সুবিধা পাচ্ছেন তিনি (খালেদা)।’

স্বরাষ্ট্রমন্ত্রী দেশের জঙ্গিবাদ, মাদক, রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও কথা বলেন। দেশে আর কখনো জঙ্গিবাদ মাথা চাড়া দিতে পারবে না বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা বসে নেই। তবে আমাদের নিরাপত্তা বাহিনী জঙ্গি দমনে যথেষ্ট সজাগ। বর্তমানে যে অভিযান চলছে তাতে তাদের মাথা চাড়া দেওয়ার সুযোগ নেই।’

মাদকের বিরুদ্ধে সরকারের সর্বাত্মক অভিযান অব্যাহত আছে উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘কোনোভাবেই মাদককে ছাড় দেয়া হবে না। যারা মাদক কারবারের সঙ্গে জড়িত তাদের ছবি দিয়ে সংবাদপত্রে নাম-পরিচয় প্রকাশ করা হবে।’

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে কফি আনান কমিশন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দফা বাস্তবায়ন করতে হবে। এর ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

পরে মন্ত্রী দেবহাটা বিবিএম পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

পুলিশ সুপার সাজ্জাদুর রহমারে সভাপতিত্বে সমাবেশে মন্ত্রী বলেন, ২০১৩ সালে সাতক্ষীরাকে একটি মহল অবরুদ্ধ করে রেখেছিল। সেই দিন কেটে গিয়ে এখন এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা ১, ২ও ৪ আসনের সংসদ সদস্য যথাক্রমে মুস্তফা লুৎফুল্লাহ, মীর মোস্তাক আহমেদ রবি, এস এম জগলুল হায়দার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন প্রমুখ।

এরপর মন্ত্রী কালিগঞ্জ উপজেলার নলতা রওজা শরিফ জিয়ারত শেষে নলতা আহসান উল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে স্বর্ণকিশোরী অনুষ্ঠানে যোগদান করেন। পরে বেলা তিনটায় দেবহাটা থানা আওয়ামী লীগ আয়োজিত দেবীশহর ফুটবল মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।