অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা যেভাবে বলবেন সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।
শনিবার সাভারে ওবায়দুল কাদেরের কাছে সাংবাদিকরা জানতে চান বিএনপি নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে কি না। জবাবে তিনি বলেন, প্রয়োজনে চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হবে। তারা যেভাবে বলবে সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।
ওবায়দুল কাদের আরও বলেন, ঢাকার জেলার সিভিল সার্জন কারাগারে খালেদা জিয়াকে দেখে এসেছেন। তিনি জানিয়েছেন, বেগম জিয়ার শারিরীক অবস্থা আগে যেমন ছিল এখনও তেমনি আছে।
তিনি বলেন, বিএনপি নেত্রীর অসুস্থতা নিয়ে দলের নেতাদের দাবি সঠিক নয়। বিএনপি নেতারা বর্তমানে খালেদা জিয়ার শারিরীক অবস্থা নিয়ে মিথ্যাচার করছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















