ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

সাকিব হারালেন মাহমুদউল্লাহকে

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্পিনে দ্যুতি ছড়ালেন রায়হান উদ্দিন। ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরলেন জাকির হাসান। বিশেষভাবে আয়োজিত টি ২০ ম্যাচে মাহমুদউল্লাহর সবুজ দলকে সহজেই হারাল সাকিব আল হাসানের লাল দল।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তিন দল মোহামেডান স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের নিয়ে গড়া দুই দলের ম্যাচে ৬ উইকেটে জিতেছে লাল দল। ৯৭ রানের লক্ষ্য ২৩ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সবুজ দলের। ১৭ রানের মধ্যে তারা হারায় প্রথম চার ব্যাটসম্যানকে। তাদের কেউ যেতে পারেননি দুই অঙ্কে। আরিফুল হক, মাহমুদউল্লাহ বিদায় নেন দুই অঙ্ক ছুঁয়ে। নাহিদুল ইসলামের ১৮ ও দেলোয়ার হোসেনের অপরাজিত ২০ রানে একশ’ রানের কাছাকাছি যায় সবুজ দলের সংগ্রহ।

২০ রানে ৩ উইকেট পান বাঁ-হাতি স্পিনার রায়হান। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ২ উইকেট নেন ১৩ রানে।

রান তাড়ায় দলকে পথ দেখান ওপেনার জাকির হাসান। ছোট ছোট জুটি গড়ে দলকে এনে দেন জয়। তিনটি চারে ১৫ রান করে ফিরে যান ইনিংস উদ্বোধন করতে নামা সাকিব। এক চার আর দুই ছক্কায় ১২ বলে ১৯ রান করে বিদায় নেন সাব্বির হোসেন।

সুবিধা করতে পারেননি দুই তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন। জনি তালুকদারকে নিয়ে ম্যাচ শেষ করেন জাকির। অপরাজিত থাকেন ৩৭ রানে। তার ইনিংসে তিনটি চারের পাশে একটি ছক্কা।

আঁটোসাঁটো বোলিংয়ে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। লম্বা সময় পর মাঠে নামার সুযোগ পেয়ে খারাপ করেননি জুবায়ের হোসেন। তরুণ এই লেগ-স্পিনার ১৫ রান দিয়ে নেন ১ উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাকিব হারালেন মাহমুদউল্লাহকে

আপডেট সময় ০৬:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্পিনে দ্যুতি ছড়ালেন রায়হান উদ্দিন। ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরলেন জাকির হাসান। বিশেষভাবে আয়োজিত টি ২০ ম্যাচে মাহমুদউল্লাহর সবুজ দলকে সহজেই হারাল সাকিব আল হাসানের লাল দল।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তিন দল মোহামেডান স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের নিয়ে গড়া দুই দলের ম্যাচে ৬ উইকেটে জিতেছে লাল দল। ৯৭ রানের লক্ষ্য ২৩ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সবুজ দলের। ১৭ রানের মধ্যে তারা হারায় প্রথম চার ব্যাটসম্যানকে। তাদের কেউ যেতে পারেননি দুই অঙ্কে। আরিফুল হক, মাহমুদউল্লাহ বিদায় নেন দুই অঙ্ক ছুঁয়ে। নাহিদুল ইসলামের ১৮ ও দেলোয়ার হোসেনের অপরাজিত ২০ রানে একশ’ রানের কাছাকাছি যায় সবুজ দলের সংগ্রহ।

২০ রানে ৩ উইকেট পান বাঁ-হাতি স্পিনার রায়হান। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ২ উইকেট নেন ১৩ রানে।

রান তাড়ায় দলকে পথ দেখান ওপেনার জাকির হাসান। ছোট ছোট জুটি গড়ে দলকে এনে দেন জয়। তিনটি চারে ১৫ রান করে ফিরে যান ইনিংস উদ্বোধন করতে নামা সাকিব। এক চার আর দুই ছক্কায় ১২ বলে ১৯ রান করে বিদায় নেন সাব্বির হোসেন।

সুবিধা করতে পারেননি দুই তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন। জনি তালুকদারকে নিয়ে ম্যাচ শেষ করেন জাকির। অপরাজিত থাকেন ৩৭ রানে। তার ইনিংসে তিনটি চারের পাশে একটি ছক্কা।

আঁটোসাঁটো বোলিংয়ে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। লম্বা সময় পর মাঠে নামার সুযোগ পেয়ে খারাপ করেননি জুবায়ের হোসেন। তরুণ এই লেগ-স্পিনার ১৫ রান দিয়ে নেন ১ উইকেট।