অাকাশ জাতীয় ডেস্ক:
বানারীপাড়ায় ঘরের বিছানা থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টায় উপজেলার ছোট মসজিদবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছোট মসজিদবাড়ি গ্রামের আয়নাল হক হাওলাদারের মেয়ে তানিয়া বেগম তার ছয় মাস বয়সের শিশুকন্যা সাদিয়া আক্তার তন্নিকে ঘরের খাটের ওপর রেখে রান্না ঘরে যান। এ সময় শিশুটি হামাগুড়ি দিয়ে খাট থেকে পড়ে যায়। এ সময় ওই শিশুর চিৎকার শুনে তানিয়া রান্নাঘর থেকে ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়া খানম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























