আকাশ স্পোর্টস ডেস্ক:
দুর্দান্তভাবে মৌসুম শুরু করেছিলেন ফ্রান্সিসকো ইসকো। তবে পরে তা ধরে রাখতে পারেননি তিনি। এর খেসারত গুনতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। কোপা ডেল রে থেকে ছিটকে গেছে। লা লিগার আশাও কার্যত শেষ হয়ে গেছে। এখন টিকে রয়েছে কেবল চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বপ্ন।
এ মুহূর্তে রিয়ালের মূল একাদশে স্থান পাচ্ছেন না ইসকো। তাকে টেক্কা দিয়ে শুরুর একাদশে জায়গা করে নিচ্ছেনমার্কো এসেনসিও ও লুকাস ভাসকেজের মতো খেলোয়াড়েরা। স্প্যানিশ এ মিডফিল্ডারের এমন ফর্ম খোয়ানোর নেপথ্যেতার প্রেমিকা সারা সালামোকে দায়ী করছেন ভক্ত-সমর্থকরা।
কয়েকদিন আগে একটি সংবাদমাধ্যম দাবি করে, ইসকোর মাথায় এখন আর ফুটবল খেলা করে না। থাকে পার্টি ও ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা। আর এসব বিষয়ে ইন্ধন যোগাচ্ছেন তার প্রেমিকা।
অবশ্য সংবাদমাধ্যমটির এমন দাবির বিরুদ্ধে অ্যাকশনে গেছেন সারা। আদালতে মামলা ঠুকে দেয়ার চিন্তা করছেন তিনি।
তবে এসব তোয়াক্কা করেননি এক সমর্থক। ইসকোর ফর্ম হারানোয় সারাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন সেই অন্ধ সমর্থক। টুইটারে এ হুমকি দিয়েছেন তিনি।
এ নিয়েও বসে নেই ইসকো-প্রেমিকা। হত্যার হুমকিটি প্রকাশে এনেছেন তিনি। অবহিত করেছেন পুলিশকে। সারা এক টুইটবার্তায় বলেছেন, হ্যালো, পুলিশ। এই নারী বিদ্বেষী মানুষটি আমাকে এ মেসেজ পাঠিয়েছে…।
এরকম রিটুইট দেখে নিজের করা টুইটটি মুছে দিয়েছেন হুমকিদাতা। তবে অনেকে এর স্ক্রিন শট রেখে দিয়েছেন। তাতে লেখা আছে, তোমার দিন ঘনিয়ে আসছে!
স্প্যানিশ ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভবিষ্যতে এমন পরিস্থিতিতে পড়লে সারাকে করণীয় বাতলে দিয়েছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 























