আকাশ স্পোর্টস ডেস্ক:
উন্মুখ চাঁদের ব্যাটে রীতিমতো উড়ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পঞ্চম দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করা দলটি, সেরা ছয়ের লড়াইয়ে এসে দুর্দান্ত খেলছে। সুপার লিগের দুই রাউন্ডে দুই সেঞ্চুরি তুলে নিয়ে শেখ জামালকে জয় উপহার দিয়েছেন ভারতীয় ক্রিকেটার উন্মুখ চাঁদ।
সুপার লিগের প্রথম খেলায় উন্মুখ চাঁদের ১২৭ রানের ইনিংসে ভর করে টেবিলের দ্বিতীয় দল লিজেন্ড অব রুপগঞ্জকে ৭ উইকেটে হারিয়ে সেরা চারে উঠে আসে ধানমন্ডির ক্লাবটি।
মঙ্গলবার এই বিদেশির ব্যাটে ভর করে (১০১ রান) লিগ টেবিলের শীর্ষে থাকা আবাহনীকে ২৬ রানে হারিয়ে দেয় শেখ জামাল।
আবাহনীর বিপক্ষে পাওয়া এই জয়ে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট অর্জন করল জামাল। সমান খেলায় ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী।
মঙ্গলবার ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৫৬ রান করে শেখ জামাল। টার্গেট তাড়া করতে নেমে ২৩০ রানে অলআউট হয়ে যায় আবাহনী।
আকাশ নিউজ ডেস্ক 























