অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে, হত্যাযজ্ঞে জড়িতদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে তাদের বিচারের দাবি জানিয়েছে দেশটি।
সুইজারল্যান্ডের জেনেভায় এক বক্তৃতায় এ আহ্বান জানান, জাতিসংঘে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ল্যাচলান স্ট্র্যাহান। রাখাইন রাজ্যে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয়রা রোহিঙ্গাদের ওপর যে অত্যাচার চালিয়েছে, তাতে গণহত্যার সকল আলামত আছে।
রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া তদারকি ও তাদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাকে দেশটিতে প্রবেশের অনুমতির আহ্বান জানান স্ট্র্যাহান।
আকাশ নিউজ ডেস্ক 



















