আকাশ বিনোদন ডেস্ক :
ফেসবুকে এক তরুণীকে অনৈতিক প্রস্তাবের ‘মেসেজ’ পাঠানো নিয়ে গাজী রাকায়েতের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার পরবর্তী পাল্টাপাল্টি মামলার বিষয়টি আপস-মীমাংসা হয়েছে। সোমবার দুপুরে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে দুই পক্ষের মীমাংসা হয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মীমাংসায় দুই পক্ষই তাদের পাল্টাপাল্টি মামলা পত্যাহারের সিদ্ধান্ত নেন। এসময় গাজী রাকায়েত, ভুক্তভোগী ওই তরুণী এবং তার বান্ধবী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের একাধিক উর্ধ্বতন কর্মকর্তা। আপসে উভয় পক্ষ দায়ের করা পাল্টাপাল্টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, সম্প্রতি গাজী রাকায়েত এক তরুণীকে ফেসবুক মেসেঞ্জারে অনৈতিক প্রস্তাব দিয়েছেন বলে কিছু ‘স্ক্রিনশট’ ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী তরুণীর এক বান্ধবী কথোপকথনের কয়েকটি স্ক্রিনশটগুলো প্রকাশ করেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। যদিও গাজী রাকায়েত দাবি করে আসছিলেন, যে তার ফেসবুক আইডি কে বা কারা হ্যাক্ড করেছেন। একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞও সিঙ্গাপুর থেকে আইডিটি হ্যাক্ড হতে পারে বলে দাবি করেন।
এর মধ্যেই গত ১৬ মার্চ রাজধানীর আদাবর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা (নং ১৮) দায়ের করেন গাজী রাকায়েত। অন্যদিকে বেশি আলোচনা-সমালোচনা শুরু হওয়ায় ভুক্তভোগী তরুণী গত ২১ মার্চ শ্যামপুর থানায় পর্নোগ্রাফি আইনে গাজী রাকায়েতের বিরুদ্ধে মামলা (নং ২৬) দায়ের করেন।
আকাশ নিউজ ডেস্ক 























